মেয়র পদ হারালেন আব্বাস
১০ ডিসেম্বর ২০২১ ১২:৪৭ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ১৭:৪৪
রাজশাহী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে বরখাস্ত করা হয়েছে।
গত বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর ৩১ উপ-ধারা (১) এর প্রদত্ত ক্ষমতাবলে আব্বাস আলীকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১(১) ধারা অনুযায়ী, যদি কোনো মেয়র অথবা কোনো কাউন্সিলর অপসারণের কার্যক্রম শুরু হয়েছে অথবা তার বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে, সেক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের বিবেচনায় মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী অথবা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন না হলে, সরকার লিখিত আদেশের মাধ্যমে মেয়র অথবা কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে।
আব্বাস আলীর বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২১(২)/ ২৫(১) (ক)/২৮(২)/৩১(২) ধারায় মামলা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়ায় তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহণকারী সাধারণ নাগরিক পৌর সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যা পৌরসভার স্বার্থের পরিপন্থী ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় বলে প্রতীয়মান হয়েছে বলে পৌর মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা যুক্তিযুক্ত। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১(১) ধারা অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে আব্বাস আলী বিতর্কিত মন্তব্য করেন। এ-সংক্রান্ত একটি অডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওর কণ্ঠ নিজের বলে স্বীকার করেছেন আব্বাস আলী। ফেসবুক লাইভে এসে আব্বাস আলী বলেন, স্থানীয় একটি মাদরাসার বড় হুজুরের পরামর্শে প্রভাবিত হয়ে তিনি ম্যুরাল না রাখার বিষয়টি কথাচ্ছলে বলেছিলেন। এটা তিনি ভুল করেছেন বলে কান্নাজড়িত কণ্ঠে ক্ষমা চান। এছাড়া তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বলেও তিনি দাবি করেন।
আব্বাস আলী এখন কারাগারে। সম্প্রতি বঙ্গবন্ধুর ম্যুরাল ইসলাম শরীয়ত না এবং তা বানালে ‘পাপ হবে’- আব্বাস আলীর এমন বক্তব্যের অডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। ১ ডিসেম্বর তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে বৃহস্পতিবার তাঁকে আবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে পর পর দুবার নৌকা নিয়ে কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হওয়া আব্বাস আলীকে ইতোমধ্যে আওয়ামী লীগের দুটি দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছিলেন পৌরসভার সব কাউন্সিলর। অবশেষে সরকার তাকে সাময়িক বরখাস্ত করল।
সারাবাংলা/এএম