Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাকাশে অফিস খুলছে বার্তাসংস্থা তাস

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২১ ০৫:৫৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ১২:৪৮

রাশিয়ার বার্তাসংস্থা তাস বিশ্বের প্রথম সংবাদমাধ্যম হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাদের কার্যালয় চালু করতে যাচ্ছে।

সেখান থেকে স্পেস স্টেশনে নভোচারীদের জীবন-কর্ম নিয়ে প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের। মহাকাশ থেকে পাওয়া ছবি, খবর এবং ভিডিও আপলোড করা হবে তাসের ওয়েবসাইটে।

এদিকে, রুশ নায়ক নভোচারী আলেকজান্ডার মিসুরকিন মহাকাশ থেকে তাসের সংবাদদাতা হিসেবে কাজ করবেন। এর মধ্য দিয়ে তিনি হতে যাচ্ছেন মহাকাশ থেকে কাজ করা প্রথম সাংবাদিক। এরই মধ্যে তিনি সয়ুজ এমএস-২০ এ চড়ে করে মহাকাশে পৌঁছেছেন। তার সঙ্গী ছিলেন জাপানি ধনকুবের ইয়াসাকু মায়েজাওয়া ও তার সহযোগী ইয়োজো হিরানা।

অন্যদিকে, ১৭ নভেম্বর তাস ও রসকসমসের মধ্যে একটি সহযোগিতা চুক্তি সই হয়। চুক্তির পর তাসর সিইও সার্জেই মিখাইলভ বলেছেন, নভোচারীদের সহকর্মী হিসেবে পাওয়া বিরল সম্মানের ব্যাপার।

রসকসমসের সিইও দিমিত্রি রোগোজিন বলেছেন, মহাকাশে তাসে অফিস খোলার কারণে আরও অনেক বেশি মানুষ রাশিয়ার মহাকাশ কার্যক্রম সম্পর্কে জানতে পারবে।

প্রসঙ্গত, বার্তাসংস্থা তাসে প্রায় দুই হাজার কর্মী কাজ করেন। বিশ্বের ৬০ দেশে তাদের ৬৩টি ব্যুরো অফিস রয়েছে। এবার তার সঙ্গে যোগ হলো মহাকাশ অফিস।

সারাবাংলা/একেএম

টপ নিউজ বার্তাসংস্থা তাস মহাকাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর