Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভ্যালির তারকাদের নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২১ ০৫:৩৯ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ১২:১৪

ঢাকা: আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে জনপ্রিয় তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা এবং শবনম ফারিয়াসহ নয় জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেছেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব হাসান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন: গ্রেফতার ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহের ও মো. আবু তাইশ কায়েস নামে কয়েকজন কর্মকর্তা।

অভিযোগে বলা হয়, তার কাছ থেকে প্রতিষ্ঠানটি তিন লাখ ১৮ হাজার টাকা আত্মসাৎ করেছে। যা তিনি এখনো উদ্ধার করতে পারেননি।

এজাহার সূত্রে জানা যায়, তাহসান-মিথিলা-শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতি এবং বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। এসব তারকাদের কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এসআই রাজিব হাসান বলেন, মামলায় ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি মোহাম্মদ রাসেলকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ইভ্যালির শুভেচ্ছাদূত ছিলেন তাহসান। মিথিলা ছিলেন ফেস অব ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছাদূত। এছাড়া শবনম ফারিয়া প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একেএম

ইভ্যালি টপ নিউজ তাহসান মিথিলা শবনম ফারিয়া

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর