Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে বিএনপি নেতা আলালের কুশপুত্তলিকা দাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২১ ২২:১৫

জয়পুরহাট: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল-কুরুচিপূর্ণ বক্তব্য’ দেওয়ায় বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ করেছে জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজার নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের হয়। এসময় বিএনপি নেতা আলালের কুশপুত্তলিকা দাহ করা হয়।

মিছিলে বিএনপি নেতা আলালের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু করে শহর ঘুরে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

পরে সেখানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল শহীদ মুন্না, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোস্তাক কবীর তুহীন, সদস্য অ্যাডভোকেট মানিক হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রকি, প্রচার সম্পাদক আহাদুজ্জামান সৌরভ, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনসহ অন্যরা।

সারাবাংলা/এমও

আলাল কুশপুত্তলিকা দাহ বিএনপি নেতা

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর