Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ কর্মকর্তার পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২১ ২০:৫০ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ০৫:৪২

রাজশাহী: রাজশাহীতে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তার স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় এসআই ইফতেখার আল-আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জরুরি বিভাগ থেকে প্রথমে তাকে দুই নম্বর ওয়ার্ডে দেওয়া হয়েছিল। এরপর সন্ধ্যায় তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়।

বিজ্ঞাপন

এসআই ইফতেখার আল-আমিন নগরীর বোয়ালিয়া থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ। এ বিষয়ে কথা বলার জন্য বেশ কয়েকবার বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিক কলহের জেরে উপপরিদর্শক (এসআই) ইফতেখার আল আমিনের স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে রাখা হয়েছে। পরে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক আহমেদ উল্লাহ জানান, ধারালো কিছু দিয়ে এই পুলিশ কর্মকর্তার পুরুষাঙ্গ দুই ভাগ করে দেওয়া হয়েছে। এ কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন।

সারাবাংলা/এমও

পুরুষাঙ্গ পুলিশ কর্মকর্তা স্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর