Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংকের ১৫০তম শাখার শুভ উদ্বোধন

সারাবাংলা ডেস্ক
৯ ডিসেম্বর ২০২১ ১৮:২৭

শরিয়তপুরের জাজিরায় আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেডের ১৫০তম শাখা হিসেবে কাজিরহাট শাখা উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ শাখাটির উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যমুনা ব্যাংক তার গ্রাহকদের সর্বোচ্চ ব্যাংকিং সুযোগ-সুবিধা দিয়ে কাজিরহাটের ব্যবসায়ীদের নতুন করে ব্যসায়িক দ্বার উন্মোচিত করবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- যমুনা ব্যাংকের দক্ষিণাঞ্চল ও ঢাকা থেকে আগত বিভিন্ন শাখা সমূহের শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়িক প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

সারাবাংলা/এমও

১৫০তম শাখা যমুনা ব্যাংক শরিয়তপুরের জাজিরা শুভ উদ্বোধন

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর