Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে বাণিজ্য এগিয়ে নিতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২১ ১৭:২০

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মালয়েশিয়ার সঙ্গে এফটিএ সইয়ের জন্য ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। মালয়েশিয়ার সঙ্গে এফটিএ সই বিষয়ে আলোচনা অনেক দূর এগিয়ে আছে। বাংলাদেশ ইতোমধ্যে এলডিসি গ্রাজুয়েশন করেছে। এখন উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে ব্যবসা-বাণিজ্য এগিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ঢাকায় গুলশান ক্লাবে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)র ২০ বছরপূর্তি উপলক্ষে ‘অপরচ্যুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস অব এফটিএ ফর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আমাদের হাতে বেশি সময় নেই। আমরা এ জন্য অগ্রাধিকার তালিকা করে কাজ শুরু করে দিয়েছি। এরই মধ্যে ভুটানের সঙ্গে আমরা এফটিএ সই করেছি। মালয়েশিয়া, ইন্দানেশিয়া, অস্ট্রেলিয়াসহ বেশকিছু দেশের সঙ্গে এফটিএ বা পিটিএ সইয়ের জন্য আমরা অনেক কাজ করেছি, তা চলমান আছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এফটিএ বা পিটিএ সইয়ের ফলে আমাদের অর্থনীতির উপর চাপ পড়বে। তবে দীর্ঘমেয়াদী চিন্তা করলে এ কাজ আমাদের করতে হবে। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সুবিধা আদায় করতে এর বিকল্প নেই। এজন্য আমাদের দক্ষতা অর্জন করতে হবে। বিষয়টিকে অগ্রাধিকার এবং গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘এফটিএ’র সঙ্গে শুধু অর্থনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নয়, অনেক টেকনিক্যাল ও গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেশের স্বার্থ রক্ষা করেই আমাদের এ বিষয়ে এগিয়ে যেতে হচ্ছে। এ ক্ষেত্রে দেশের ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)র প্রেসিডেন্ট রকিব মোহাম্মদ ফখরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি’র নির্বাহী পরিচালক ড. মাহমুদা খাতুন। প্যানেলিস্ট হিসেবে আলোচনায় অংশ নেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান। অনুষ্ঠানে বিএমসিসিআই’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান সৈয়দ আলমাস কবীর এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম।

সারাবাংলা/জিএস/পিটিএম

টিপু মুনশি বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর