Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ দিনের মাথায় মৃত্যু শূন্য, কমেছে শনাক্ত

সারাবাংলা ডেস্ক
৯ ডিসেম্বর ২০২১ ১৬:৩৯

ফাইল ছবি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কেউ মারা যাননি। ২০ দিনের মাথায় করোনার মৃত্যুর সংখ্যা আবার শূন্য হলো। এর আগে, গত ২০ নভেম্বরেও মৃত্যুর সংখ্যা শূন্যতে ছিল।

গতদিন করোনায় মারা গিয়েছিলেন ছয়জন। একই সময়ে দেশে করোনাভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২৬২ জন। আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ২৭৭ জনের শরীরে।

এদিকে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার কমেছে। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা কমে হয়েছে ১ দশমিক ২২ শতাংশ।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনায় সংক্রমণ-মৃত্যুর এ সব তথ্য জানানো হয়েছে।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৪৮টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৪০টি।

এ সব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ২১ হাজার ৭২৪টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। তবে এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৪৯৬টি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ১০ লাখ ৬২ হাজার ৯০২টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৮ লাখ ৪৬ হাজার ৩৭৯টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩২ লাখ ১৬ হাজার ৫২৩টি।

শনাক্ত ও সংক্রমণ তথ্য

আগের দিন দেশে ২৭৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ২৬২ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ৩৫ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। আগের দিন মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ

বিজ্ঞাপন

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে

গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা কমেছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ২৯৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ।

কোনো মৃত্যু নেই

গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত কেউ মারা যাননি। তবে আগের দিনের হিসেবে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ১৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা বিভাগে যা সংখ্যায় ১২ হাজার ২৩৫ জন। দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছেন চট্টগ্রাম বিভাগে যা সংখ্যায় ৫ হাজার ৬৮৩ জন।

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর