Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এটা কোনো সভ্য দেশের নেতার কাছ থেকে আশা করা যায় না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২১ ১৬:২৯ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২১ ২০:৪৪

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা কোনো সভ্য দেশের নেতার কাছ থেকে আশা করা যায় না।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদ’ এ স্মরণ সভা আয়োজন করে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা আগেই বলেছি, তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার চিকিৎসা দরকার এবং সেই চিকিৎসা এই দেশে সম্ভব হচ্ছে না। ডাক্তাররা বলেছেন- যে টেকনোলজিতে তার চিকিৎসা করা দরকার, সেই টেকনোলজি এখানে নেই। সুতরাং কাল বিলম্ব না করে বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হবে।’

‘কিন্তু কী দুর্ভাগ্য আমাদের। জোর করে ক্ষমতা দখল করে যিনি দেশ চালাচ্ছেন তিনি বলছেন, অনেক মানবতা দেখিয়েছি। আর কত মানবতা দেখাব। এটা কোনো সভ্য দেশের নেতার কাছ থেকে আশা করা যায় না’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য কারাগারে গেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি নিগৃহীত হয়েছেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যখন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন এই নেত্রী দুই শিশুর হাত ধরে পালিয়ে ঢাকায় এসেছিলেন। সেখানে তিনি পাকিস্তান হানাদার বাহিনীর হাতে গ্রেফতার হন এবং ১৬ ডিসেম্বর পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। সেই নেত্রীকে আজকে বিশেষ চিকিৎসা, উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গত এক যুগে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পূর্ণভাবে বদলে গেছে। এখানে এখন সত্য সুন্দর বলতে কিছু নেই, ন্যায় বলতে কিছু নেই। এখানে এখন ভয়াবহ প্রতিহিংসা, ভয়াবহ অন্যায়-অত্যাচার-নির্যাতন-মাসল এই ছাড়া আর কিছু নেই।’

তিনি বলেন, ‘আমরা খুব দুঃসময় অতিক্রম করছি। আমরা বিশ্বাস করি, একদিন অন্ধকার কেটে যাবে, অবশ্যই একদিন নতুন সূর্য উদয় হবে, অবশ্যই একদিন চৌধুরী কামাল ইবনে ইউসুফের মতো মানুষেরা আমাদের সামনে এসে দাঁড়াবেন। অবশ্যই আমাদের দেশনেত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের যে জিনিসটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন, তা হচ্ছে ঐক্য। গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। সব রাজনৈতিক দল, সমস্ত সংগঠন, সকল মানুষকে ঐক্যবদ্ধ করে এই ভয়াবহ দানবকে পরাজিত করতে হবে। জিয়াউর রহমানের যে স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, চৌধুরী কামাল ইবনে ইউসুফের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমাদের পূরণ করতে হবে।’

সংগঠনের সভাপতি কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় আলেচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জহিরুল হক শাহজাদা মিয়া, ইসমাইল জবিহউল্লাহ, খায়রুল কবির খোকন, মাশুকুর রহমান মাশুক, শাহ মো. আবু জাফর, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, কৃষক দলের হাসান জাফির তুহিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কাদের গনি চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিনী চৌধুরী শায়লা কামাল, তার মেয়ে নায়াব ইউসুফসহ ফরিদপুর জেলা বিএনপির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর