Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্পুটনিকই সবচেয়ে নিরাপদ-কার্যকর ভ্যাকসিন’

আন্তর্জাতিক ডেস্ক
৯ ডিসেম্বর ২০২১ ১৬:২৬ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২১ ১৮:০২

রাশিয়ার স্পুটনিক-ভি করোনা ভ্যাকসিন বিশ্বে সবচেয়ে কার্যকর ও নিরাপদ ভ্যাকসিন হিসেবে দাবি করেছেন দেশটির ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিরিল দিমিত্রিভ।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ডেইলি ইসভেস্তিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সর্বশেষ তথ্য ইঙ্গিত দেয় স্পুটনিক সর্বোত্তম, সবচেয়ে কার্যকর এবং বিশ্বের সবচেয়ে নিরাপদ ভ্যাকসিন। উদাহরণ হিসেবে তিনি হাঙ্গেরিতে পরিচালিত একটি গবেষণার কথা উল্লেখ করে বলেন, স্পুটনিক ভি ভ্যাকসিনের কার্যকারিতা ৯৮ শতাংশ, এটি সব ভ্যাকসিনের মধ্যে সর্বোচ্চ কার্যকারিতা।

তিনি আরও বলেন, করোনা সংক্রমণে মৃত্যুর ক্ষেত্রে ভ্যাকসিন না নেওয়াদের তুলনায় স্পুটনিক ভি নেওয়াদের সুরক্ষা ১৩০ গুণ বৃদ্ধি পাবে। পাঁচটি ভ্যাকসিনের মধ্যে তুলনামূলক গবেষণায় দেখা যায় স্পুটনিক ভি সর্বোচ্চ সুরক্ষা দিয়ে থাকে।

কিরিল দিমিত্রিভ বলেন, স্পুটনিক ভি’র কার্যকারিতা অন্য ভ্যাকসিনের তুলনায় দীর্ঘস্থায়ী। পার্শ্বপ্রতিক্রিয়াও খুব কম। স্পুটনিক-ভি নতুন করোনা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর।

প্রসঙ্গত, ২০২০ সালের ২০ আগস্ট রাশিয়া স্পুটনিক-ভি ভ্যাকসিনের নিবন্ধন করে। এটিই প্রথম করোনার আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ভ্যাকসিন। বর্তমানে বিশ্বের ৭১ দেশে এই ভ্যাকসিন চলছে।

সারাবাংলা/একেএম

স্পুটনিক-ভি ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর