Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২১ ১৩:৫৮

চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে ঝুটের গুদাম, ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় একটি তিনতলা ভবনে অগ্নিকাণ্ডে কয়েকটি ঝুটের গুদাম পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ আসে নগরীর আগ্রাবাদে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে। বায়েজিদ বোস্তামি ও চন্দনপুরা ফায়ার স্টেশনের ১১টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়।

চন্দনপুরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শহীদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘সকাল ৯টার দিকে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। তবে পুরোপুরি আগুন নেভাতে আরও সময় লাগবে। তিনতলা ভবনের প্রত্যেক ফ্লোরের প্রতিটি কক্ষে ঝুট রাখা আছে। ভবনের নিচতলার সামনে খালি জায়গায়ও ঝুটের স্তূপ আছে। ঝুটের আগুন মাঝে মাঝেই ঝলসে উঠে। সেগুলো সরিয়ে না ফেলা পর্যন্ত আগুন পুরোপুরি নেভান হয়েছে এটা বলা যাবে না।’

অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রাম ঝুটের গুদামে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর