Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২১ ১০:১৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কাফরুল থানার জাহাঙ্গীর গেট এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় নাইম হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু মোটরসাইকেল চালক মেহেদী হাসান (২৬)।

বুধবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় নাইমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত নাইমের বোন জামাই আতাউর রহমান জানান, নাইম পরিবারের সঙ্গে দক্ষিণখান পশ্চিম মোল্লারটেক এলাকায় নিজেদের বাড়িতে থাকত। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত সে। তার বাবার নাম আবু তাহের।

তিনি জানান, গত রাতে বন্ধু মেহেদীর সঙ্গে মোটরসাইকেলে করে পুরান ঢাকা থেকে দক্ষিণখানের বাসায় ফিরছিল। মেহেদীর বাসাও একই এলাকাতে। মোটরসাইকেল নিয়ে জাহাঙ্গীর গেটেরর কাছাকাছি আসলে পিছন থেকে একটি পিকআপ ভ্যান তাদেরকে ধাক্কা দেয় বলে জানতে পেরেছি। তবে দুর্ঘটনার সময় মেহেদী মোটরসাইকেলটি চালাচ্ছিল।

কাফরুল থানার উপ পরিদশর্ক (এসআই) অপু রায়হান জানান, রাতে জাহাঙ্গীর গেট এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি গাড়ির ধাক্কায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। আহত মেহেদী সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি আছে। আর নিহতের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে।

তিনি জানান, ঘাতক গাড়িটি ট্রাক না পিকআপ ভ্যান তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা /এসএসআর/এসএসএ

টপ নিউজ মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর