Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউপি সদস্য প্রার্থীকে ভোট না দেওয়ায় অবরুদ্ধ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২১ ০৯:১৮

বাড়ির সামনে কাটা তারের বেড়া, ছবি: সারাবাংলা

সুনামগঞ্জ: সম্প্রতি জেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে হেরে যান কামাল হোসেন নামে এক ইউপি সদস্য প্রার্থী। এরপরই বাড়ির সামনে রাস্তায় কাটা তারের বেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ওই ইউপি সদস্যকে ভোট না দেওয়ার অভিযোগে পরিবারটি গত কয়েকদিন ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

এর ফলে পরিবারের সদস্যসহ গৃহপালিত পশু চলাচল করতে পারছে না। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পরিবারটিকে। জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভুক্তভোগী কাঁঠালিয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে তৌফিক মিয়া গতকাল বুধবার (৮ ডিসেম্বর) শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শিমুলবাক ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে কামাল হোসেন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে একজন পদপ্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি প্রতিপক্ষের কাছে পরাজিত হওয়ায় ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে ভোট না দেওয়ার অভিযোগে তোলেন। এরপর গত রোববার (৫ ডিসেম্বর) সকাল ৯টার সময় ভুক্তভোগী পরিবারের বাড়ির একমাত্র চলাচলের রাস্তাটিতে কাটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এমনকি তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি পরিবারের সদস্যদের অন্যত্র হতে নলকূপের পানি সংগ্রহ করতে বাধা দেওয়া হয়। এতে পরিবারটির কোনো সদস্য জরুরি কাজে বাড়ি থেকে বের হতে পারছে না।

এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেন বলেন, ‘আমি আমার জায়গায় বেড়া দিয়েছি। এখানে আমি ফসল চাষ করব।’

বিজ্ঞাপন

এ বিষয়ে ইউএনও মো. আনোয়ার উজ্জ জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনে ভোট না দেওয়ায় একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এমন অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সারাবাংলা/এনএস

অবরুদ্ধ পরিবার ইউপি সদস্য প্রার্থী টপ নিউজ শান্তিগঞ্জ সুনামগঞ্জ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর