ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত মারা গেছেন
৮ ডিসেম্বর ২০২১ ১৮:৫৩ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২১ ২০:৫২
ভারতের প্রতিরক্ষা বিভাগের প্রধান ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। বুধবার (৮ ডিসেম্বর) তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরি জঙ্গলে আচমকাই ভেঙে পড়ে জেনারেল রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার। গুরুতর আহত অবস্থায় বিপিন রাওয়াতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়।
বুধবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ গভীর জঙ্গলের ওপর ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর এমআই- ১৭ হেলিকপ্টারটি।হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন। ঘটনাস্থলেই মারা যান অন্তত চারজন। কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে বিপিন রাওয়াত মৃত না জীবিত সে বিষয়ে কোনো সংবাদ তাৎক্ষনিক জানা যায়নি।
ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াতের সঙ্গে তার স্ত্রীও ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনাস্থল থেকে বিপিনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
পরে বুধবার সন্ধ্যায় জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর খবর ঘোষণা করা হয়। এতে বলা হয়, হেলিকপ্টারটির ১৩ জন আরোহী মারা গেছেন।
আরও পড়ুন
সারাবাংলা/আইই