Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাশোগি হত্যাকারী ভেবে ভুল ব্যক্তিকে আটক করেছে ফ্রান্স: সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
৮ ডিসেম্বর ২০২১ ১৮:৫৩ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২১ ১৯:১০

জামাল খাশোগির হত্যাকারী ভেবে ভুল ব্যক্তিকে আটক করেছে ফ্রান্স। সৌদি আরব কর্তৃপক্ষের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরে খালেদ আদেহ আল ওতাইবি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জামাল খাশোগি হত্যার ঘটনায় তুরস্ক যে ২৬ সৌদি নাগরিকের তালিকা দিয়েছিল তার মধ্যে তিনি একজন বলে দাবি ফ্রান্সের।

মঙ্গলবার তদন্তকারীরা খালেদ ওতাইবি নামের পাসপোর্ট বহনকারী ব্যক্তি প্রকৃতপক্ষে তুরস্কের ওয়ান্টেড লিস্টের একই নামের সন্দেহভাজন ব্যক্তি কি না তা নিয়ে তদন্ত করেন। তাদের দাবি, আটক ব্যক্তি তুরস্কের ওয়ান্টেড লিস্টেরই একজন।

বিজ্ঞাপন

তবে প্যারিসে অবস্থিত সৌদি দূতাবাসের তরফ থেকে এক বিবৃতিতে এ দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। এতে বলা হয়েছে, যে ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে তার সঙ্গে খাশোগি হত্যা মামলার কোনো সম্পর্ক নেই। তাকে অবিলম্বে মুক্তি দেওয়ারও দাবি করা হয়েছে বিবৃতিতে।

আল জাজিরার খবরে বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের দাবি, খালেদ ওতাইবি নামটি সৌদি আরবে খুবই সাধারণ। ফরাসিরা যে খালেদ ওতাইবি ভেবেছিল সে আসলে সৌদির কারাগারে বন্দী।

এর আগে, ২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতরে সৌদি রাজতন্ত্রের বিশিষ্ট সমালোচক খাশোগিকে হত্যা করা হয়।  সৌদি আরব দাবি করেছিল, ওয়াশিংটন পোস্টের সাবেক এই সাংবাদিককে দেশে ফিরতে রাজি করানোর জন্য পাঠানো এজেন্টদের অভিযানে তার মৃত্যু হয়।

তবে তুরস্কের কর্মকর্তারা শুরু থেকেই দাবি করে আসছেন, এজেন্টরা সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায়ের আদেশে খাশোগিকে হত্যা করেছেন। এমনকি খাশোগি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের নাম বিভিন্ন সময় সংবাদমাধ্যমে এসেছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন এমবিএস। ওই ঘটনায় জড়িতরা সৌদি আরবের কারাগারে বন্দি বলেও দাবি রাজতন্ত্রটির।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সারাবাংলা/আইই

জামাল খাশোগি টপ নিউজ ফ্রান্স সৌদি আরব

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর