Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবরস্থান থেকে যুবকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২১ ১৮:২০

চুয়াডাঙ্গা: সদর উপজেলার নেহালপুর গ্রামের কবরস্থান থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত রাজু আহম্মেদ (২৮) নেহালপুর গ্রামের পশ্চিমপাড়ার দাউদ আলী ফকিরের ছেলে। সে গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকাল থেকে নিখোঁজ ছিলো।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবির জানান, বুধবার সকালে নেহালপুর গ্রামের একজন বৃদ্ধা পার্শ্ববর্তী পুকুরে যাওয়ার সময় কবরস্থানের ভিতরের রাস্তার উপরে রাজুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি রাজুর বাড়িতে খবর দেন। এরপর স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, লাশ উদ্ধারের সময় একটি কান শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিলো। রাজুর প্যান্টের পকেটে কীটনাশকের প্যাকেট পাওয়া গেছে। অধিকতর তদন্ত করে তার মৃত্যুর কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসএ

যুবকের লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর