রাজধানীর শাহজাহানপুরে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
৮ ডিসেম্বর ২০২১ ১৬:৪৭ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২১ ১৮:৩৮
ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পডে আব্দুল হান্নান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা দেড়টার দিকে তার মৃত ঘোষণা করে।
মৃত হান্নানের বড় ভাই সাইফুল ইসলাম জানায়, তাদের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গোড়াগোড়া গ্রামে। বাবার নাম আব্দুল ওয়াজেদ।
বর্তমানে স্ত্রী তামান্না ও তিন মেয়েকে নিয়ে শাহজাহানপুর বেনজিরবাগান এলাকায় পাঁচতলা ভবনের তিন তলায় ভাড়া থাকত। পল্টনে একটি মানিএক্সচেঞ্জে কাজ করত।
তিনি আরও জানান, সকালে গোসল করে নিজের এবং বাচ্চাদের কাপড়চোপড় রোদে দিতে ছাদে যায়। সেখান অসাবধানতাবসত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/একে