ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের হেলিকপ্টার বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
৮ ডিসেম্বর ২০২১ ১৪:৪৯ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২১ ১৫:৫০
৮ ডিসেম্বর ২০২১ ১৪:৪৯ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২১ ১৫:৫০
ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। নীলগিরির কালেক্টর জানিয়েছেন, দুর্ঘটনায় ইতোমধ্যেই চারজনের মৃত্যু হয়েছে।
আনন্দবাজারের খবরে বলা হয়, মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর গভীর জঙ্গলের ওপর ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ হেলিকপ্টারটি।
হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন। ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বিপিন রাওয়াত মৃত না জীবিত সে বিষয়ে কোনো সংবাদ মাধ্যমে বিস্তারিত জানানো হয়নি।
সারাবাংলা/এএম