ট্রেনে কাটা পড়ল ৩ ভাইবোন, বাঁচাতে এসে প্রাণ গেল প্রতিবেশীরও
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২১ ১১:৫৬ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২১ ১৪:৫৫
৮ ডিসেম্বর ২০২১ ১১:৫৬ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২১ ১৪:৫৫
নীলফামারী: নীলফামারীর সদর উপজেলার কুন্দরপুর ইউনিয়নের বউবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি আব্দুর রউফ এ খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- ওই এলাকার আবুল হোসেনের বড় মেয়ে রিমা আক্তার (৭), মেজো মেয়ে রেশমা (৪), ও ছোট ছেলে মমিনুর রহমান (৩) এবং একই গ্রামের নবাব আনোয়ার হোসেনের ছেলে শামীম হোসেন (২৬)।
জানা গেছে, সকালে বাড়ির পাশেই রেললাইনে খেলাধুলা করছিল ওই তিন ভাইবোন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেন তাদের কাছাকাছি চলে এলে প্রতিবেশী শামীম ওই তিন শিশুকে বাঁচাতে এগিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত চারজনই ট্রেনে কাটা পড়েন।
সারাবাংলা/এএম