জিজ্ঞাসাবাদ শেষে ইমনকে ছেড়ে দিয়েছে র্যাব
৮ ডিসেম্বর ২০২১ ০৯:২৭ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২১ ১১:২৫
ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নায়িকা মাহিকে অশালীন ভাষায় কথা বলার অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় নায়ক ইমনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফতরে প্রায় ৫ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে সারাবাংলাকে বলেন, রাত ১১ টা ১৫ মিনিটে ইমন র্যাব সদর দফতর থেকে বের হয়েছে। তবে ইমনের কাছ থেকে কি তথ্য পাওয়া গেছে সে বিষয়ে কিছু জানাননি তিনি।
এর আগে সোমবার (৬ ডিসেম্বর) রাতে ইমনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডেকে দুই ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।
ভাইরাল হওয়া অডিও ক্লিপে সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, নায়িকা মাহিয়া মাহি ও নায়ক ইমনের কথোপকথন আছে।
অডিও ক্লিপে নায়িকা মাহির সঙ্গে প্রতিমন্ত্রীর অশ্লীল কথাবার্তা শোনা যায়। এক পর্যায়ে সাবেক প্রতিমন্ত্রী গোয়েন্দা সংস্থার লোক দিয়ে তুলে এনে মাহিকে ধর্ষণের হুমকি দিতেও শোনা যায় ওই অডিওতে।
সারাবাংলা/ইউজে/এনএস