Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের ৭০০০ পয়েন্ট ছাড়াল ডিএসই‘র প্রধান সূচক

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২১ ২০:২৯ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২১ ২০:৩১

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আবারও সাত হাজার পয়েন্ট ছাড়িয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দিন শেষে ডিএসই এক্স ইনডেক্স আগের দিনের চেয়ে ৭০ পয়েন্ট বেড়ে সাত হাজার ৪৮ পয়েন্টে উঠে আসে। গত ২৩ নভেম্বরের পর এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ইনডেক্স ৭ হাজার পয়েন্টে উঠে আসে।

এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পনির শেয়ারের দাম। সেইসঙ্গে বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার ডিএসইতে ৩৭৫টি প্রতিষ্ঠানের ৩৮কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ৯৫১টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৭৪টির, কমেছে ৬৯টির এবং ৩২টির শেয়ার ও ইউনিট দাম অপরিবর্তিত রয়েছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭০ পয়েন্ট বেড়ে ৭ হাজার৪৮ পয়েন্টে উন্নীত হয়।

এদিন ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৬০ পয়েন্টে উন্নীত হয়। দিন শেষে ডিএসইতে ১ হাজার ৩৩১ কোটি টাকার শেয়ার ও ইউনিট বেচাকেনা হয়েছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

ডিএসই সূচক

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর