Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাভা দ্বীপে অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ৩৪

আন্তর্জাতিক ডেস্ক
৭ ডিসেম্বর ২০২১ ২০:২৬ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২১ ২০:৩১

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪। শনিবার (৪ ডিসেম্বর) থেকে লাভা উদগিরণের ফলে জাভা দ্বীপ থেকে কয়েক হাজার মানুষ পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। দ্বীপটিতে উদ্ধার অভিযান এখনও চলছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ সংবাদমাধ্যমে এসব তথ্য জানায়।

পূর্ব জাভা আইল্যান্ডের লুমাজাং জেলার মাউন্ট সেমেরুতে ১২ হাজার মিটার (৪০,০০০ ফুট) পর্যন্ত ঘন ছাইয়ের মেঘ আকাশ ঢেকে রেখেছে। শনিবার হঠাৎ অগ্ন্যুৎপাতের পর মঙ্গলবার পর্যন্ত জ্বালামুখ থেকে গ্যাস এবং লাভা প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

এ দুর্যোগে জাভা দ্বীপের রাস্তাগুলো কাদা ও ছাইয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আক্রান্ত এলাকার আশেপাশের শহর এবং বহু গ্রামের বাড়িঘর ও গাড়ি লাভায় পুড়ে ছাই হয়ে গেছে। দূরবর্তী এলাকায় ছাইয়ের স্তূপে হারিয়ে গেছে অসংখ্য বাড়ি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে দেশটির মালাং শহরের সঙ্গে লুমাজাং জেলার মধ্যকার সংযোগকারী কৌশলগত সেতুটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একইসঙ্গে ওই এলাকার ভবনগুলো ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান ওয়ান সুয়াতনা সংবাদমাধ্যমে বলেন, অগ্ন্যুৎপাতে মঙ্গলবার পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৬ জন। এ পর্যন্ত তিন হাজার ৭০০ মানুষকে আক্রান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

জাভা দ্বীপের সবচেয়ে উঁচু পর্বত সেমেরু। পর্বতটির উচ্চতা ৩ হাজার ৬০০ মিটারের (১২ হাজার ফুট) বেশি। ইন্দোনেশিয়া আগ্নেয়গিরি প্রবণ একটি দেশ। দেশটির প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে সেমেরুর আগ্নেয়গিরি একটি। এর আগে গত জানুয়ারিতে এই পর্বতটিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সারাবাংলা/আইই

আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ টপ নিউজ সেমেরু সেমেরু পর্বত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর