Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পায়রা বন্দরের খনন কাজের সার্ভে জাহাজ ডুবি, ১২ ক্রু নিরাপদে

লোকাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২১ ১৬:২০ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২১ ১৬:৫৭

কুয়াকাটা (পটুয়াখালী): পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে খনন কাজে নিয়োজিত জান-ডি-নুল নামে বেলজিয়ামের সার্ভে জাহাজ এক্সপ্রেস-৫৪ তলা ফেটে সাগরে ডুবে গেছে। জাহাজে অবস্থানরত ১০ জন ইন্দোনেশিয়ান ক্রু ও ২ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। তারা সুস্থ আছেন বলে জানিয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ।

সোমবার (৭ ডিসেম্বর) ভোর ৪টার দিকে পায়রা বন্দরের ফেয়ার বয়া থেকে আনুমানিক ৭ নটিক্যাল মাইল দূরত্বে রাবনাবাদ চ্যানেলের ইনার সাইটে সার্ভে জাহাজটি ডুবে যায়। একটি ফিশিং বোটের মাধ্যমে জাহাজের ১২ ক্রু’কে উদ্ধার করা হয়। নিজস্ব টাগবোটের মাধ্যমে দুপুরে সবাইকে বন্দরে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া ইন্দোনেশিয়ান ক্রুরা হলেন— মাস্টার আরহাম আব্দুল রহিম, চিফ অফিসার মোচামাদ রিজাল, সেকেন্ড অফিসার দারমাওয়ান, চিফ ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুর, সেকেন্ড ইঞ্জিনিয়ার ট্রাই ইয়ান্টো, অয়েলার (১) রহমত ফাদিল্লা, এবি (১) অডি খ্রিস্টিয়ান, এবি (২) রুদি রহমান, অয়েলার (২) মুহাম্মদ আগাম ফায়েজ জুলফা ও কুক জোজুয়া এনজেলবার্ট। জাহাজে থাকা বাংলাদেশি দু’জন হলেন— সার্ভেয়ার সাইদুজ্জামান ইমন ও এমডি সোহানুজ্জামান সুমন।

পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান জানান, পায়রা বন্দরের চ্যানেলের খনন কাজের সার্ভে চলাকালে সার্ভে জাহাজটির মেশিনরুমের পাশের একটি ছিদ্র দিয়ে পানি ঢুকতে থাকে। এসময় জাহাজটি ডুবতে শুরু করে।

বিষয়টি টের পেয়ে জাহাজের ক্রুরা রাবনাবাদ চ্যানেলে মাছ ধরার কাজে নিয়োজিত একটি ট্রলারে উঠে নিরাপদে আশ্রয় নেন। পরে জান-ডি-লুন কোম্পানি ও পায়রা বন্দরের টাগবোট দ্রুত গিয়ে সবাইকে নিরাপদে বন্দরে ফিরিয়ে নিয়ে যায়। বর্তমানে ডুবন্ত সার্ভে জাহাজটি উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শরিফুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

জান-ডি-নুল পায়রা বন্দর সার্ভের জাহাজ ডুবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর