আরব আমিরাতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার পরিবর্তন
৭ ডিসেম্বর ২০২১ ১৬:৫৭ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২১ ১৮:৫৭
সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী বছরের শুরু থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আরব আমিরাতের সরকারি এক টুইটার একাউন্টে এ ঘোষণা দেওয়া হয়।
টুইটারে বলা হয়, আগামী বছর থেকে সাপ্তাহিক ছুটির দিন হবে শনি ও রোববার। বর্তমানে মুসলিম প্রধান দেশটির ছুটির দিন শুক্র ও শনিবার।
আরব আমিরাতের এ সিদ্ধান্তের তাৎপর্য রয়েছে। কেননা, মুসলিমদের কাছে শুক্রবার দিনটি সপ্তাহের সবচেয়ে পবিত্র দিন হিসেবে গণ্য হয়। এদিন জুম্মার নামাজে অংশ নেন মুসলিমরা। বিশ্বের বহু মুসলিম দেশে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। তবে বিশ্বের বেশিরভাগ দেশে শনি ও রোববার সাপ্তাহিক ছুটির দিন। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ছুটির দিনে পরিবর্তন আনছে সংযুক্ত আরব আমিরাত।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী আরব আমিরাতে কর্মদিবস হবে সাড়ে চার দিন। অর্থাৎ শুক্রবার অর্ধেক কর্মদিবস থাকবে।
দেশটির সরকারি বার্তায় বলা হয়, সাপ্তাহিক ছুটি দীর্ঘ হলে কর্মীরা কর্মজীবন ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য করতে পারবেন। এতে তাদের উৎপাদনশীলতাও বাড়বে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সারাবাংলা/আইই