ইরাকের বসরায় বিস্ফোরণে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
৭ ডিসেম্বর ২০২১ ১৬:২০ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২১ ১৭:৪০
৭ ডিসেম্বর ২০২১ ১৬:২০ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২১ ১৭:৪০
ইরাকের বসরা শহরে এক বিস্ফোরণে কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) শহরের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।
রয়টার্সের খবরে বলা হয়, শহরের প্রধান হাসপাতালের পাশে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে একটি গাড়িতে আগুন ধরে যায় ও একটি মিনিবাসের ক্ষতি হয়।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরক দিয়ে একটি মোটরসাইকেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। কারা এ বিস্ফোরণের জন্য দায়ী তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলের বিভিন্ন আলামতের ফরেনসিক বিশ্লেষণ চলছে।
সারাবাংলা/আইই