Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি ছাত্রলীগের নেতা হতে ১৪০০ জনের আবেদন জমা!

চবি করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২১ ১৬:২১ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২১ ১৮:২৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির জন্য এক হাজার চারশ আবেদন জমা পড়েছে। কমিটিতে পদ আছে ১৫১টি। মঙ্গলবার (৭ ডিসেম্বর) চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইকবাল টিপু সারাবাংলাকে বলেন, ‘যতগুলো জীবন বৃত্তান্ত আমরা পেয়েছি, সেগুলো যাচাই-বাছাই করে যোগ্য কর্মীদের মূল কমিটিতে আনব। পাশাপাশি হল ও ফ্যাকাল্টি কমিটিও করব। বিএনপি কিংবা জামায়াত-শিবির ও অন্য মতাদর্শের পরিবারের সন্তান, যারা বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্রলীগের সঙ্গে সংযুক্ত হয়েছে- তাদের ব্যাপারেও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। কমিটিতে এদেরকে কোনোভাবেই আনা হবে না। এই বিষয়টি আমরা প্রাধান্য দিচ্ছি। কারণ চবি এক সময় মৌলবাদীদের আখড়া ছিল। অনেকে খোলস পাল্টিয়ে যাতে অনুপ্রবেশ করতে না পারে সে লক্ষ্যে আমাদের এই কাজ। আমরা যতদ্রুত সম্ভব কমিটি পূর্ণাঙ্গ করার চেষ্টা করছি।’

এই বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে একাধিকবার ফোন দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি।

এর আগে, ২০১৯ সালের ১৩ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটিতে মো. রেজাউল হক রুবেলকে সভাপতি এবং মো.ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করা হয়। তাদের দ্রুততম সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দফতর সেলে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল।

কিন্তু দুই বছরের বেশি সময় পার হলেও কমিটি পূর্ণাঙ্গ করতে পারেননি রুবেল-টিপু। নিজেদের আধিপত্য বিস্তারে বিভিন্ন সময় ক্যাম্পাসে সক্রিয় উপ-গ্রুপের নেতাকর্মীরার সংঘাতে জড়িয়েছেন। এছাড়া ছাত্রী হেনস্থা, নির্মাণাধীন প্রকল্পে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত হয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১২ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। এদের মধ্যে দু’জনকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করার অভিযোগে একবছর ও বাকি ১০ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়।

সভাপতি রুবেল প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে চবি ক্যাম্পাসে পরিচিত। মহিউদ্দিনের অবর্তমানে তার সন্তান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে সরব চবি ছাত্রলীগের এই অংশটি।

অন্যদিকে, সাধারণ সম্পাদক ইকবাল টিপু চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

সারাবাংলা/সিসি/পিটিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর