Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডা থেকে হুইল চেয়ার বসা অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২১ ১৫:৩৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে হুইল চেয়ারে বসা অজ্ঞাত (৫৫) এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে মৃতদেহের সুরতহাল প্রস্তুত করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। মঙ্গলবার দুপুরে ওই নারীর ময়নাতদন্ত সম্পন্ন হয়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম চৌধুরী জানান, গতকাল রাতে বাড্ডা ডিআইটি প্রজেক্টের ১১ নম্বর রোডের ৪৯ নম্বর বাসার সামনে থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই নারী হুইল চেয়ারে বসা ছিলেন। তার পরনে ছিল মেক্সি।

এসআই আরও জানান, ওই নারীর ডান চোখ ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের কালো চিহ্ন রয়েছে। এছাড়া কপাল ফোলা ছিল। এলাকায় অনেকের কাছে জিজ্ঞাসা করে জানা যায়, ওই নারীকে আগে কখনো দেখা যায়নি। কেউ হয়তো ভিক্ষাবৃত্তির জন্য হুইল চেয়ারে করে ডিআআটি প্রজেক্ট এলাকায় রেখে গেছে।

সাইফুল ইসলাম চৌধুরী জানান, ওই নারী অসুস্থ অবস্থায় মারা গেছে, নাকি অন্য কোনো ঘটনা আছে- তা জানাতে তদন্ত চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

নারীর মৃতদেহ বাড্ডা হুইল চেয়ার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর