Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের ১৫ হাজার কোটি ডলারের মামলা

আন্তর্জাতিক ডেস্ক
৭ ডিসেম্বর ২০২১ ১৫:৩৫ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২১ ১৬:৫৭

যুক্তরাজ্যে ও যুক্তরাষ্ট্রে বাস করা একদল রোহিঙ্গা শরণার্থী ফেসবুকের বিরুদ্ধে ১৫ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন। তাদের দাবি, রোহিঙ্গা জনগোষ্ঠীদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর প্লাটফর্ম হিসেবে ব্যবহার হয়েছে ফেসবুক—যার ফলাফল হিসেবে মিয়ানমারে ১০ হাজারের মতো রোহিঙ্গা প্রাণ হারিয়েছে।

যুক্তরাজ্যে রোহিঙ্গা শরণার্থীদের প্রতিনিধিত্ব করে এমন একটি সংগঠনে ফেসবুকের উদ্দেশ্যে এক চিঠি লিখেছে। বিবিসি এ চিঠির বরাত দিয়ে বলেছে, এতে বলা হয়েছে, ফেসবুকের অ্যালগরিদম এমনভাবে সাজানো হয়েছিল যাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ আরও ছড়িয়ে পড়ে। ফেসবুক মিয়ানমারের রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে অবগত এমন মডারেটর ও ফ্যাক্ট চেকার নিয়োগে বিনিয়োগ করেনি। ফেসবুক রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিয়েছে এমন পোস্ট সরিয়ে নিতে এবং এমন অ্যাকাউন্ট মুছে দিতে ব্যর্থ হয়েছিল।

বিজ্ঞাপন

এদিকে যুক্তরাষ্ট্রের আইনজীবীরা সান ফ্রানসিসকোতে ফেসবুকের বিরুদ্ধে একটি অভিযোগে দায়ের করেছেন। যেখানে বলা হয়েছে, ফেসবুক দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ছোট দেশের বাজারে ভালোভাবে ঢুকার জন্য রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবন বলি দিতে পর্যন্ত প্রস্তুত ছিল।

এর আগে ২০১৮ সালে ফেসবুক স্বীকার করেছিল যে তারা তাদের প্লাটফর্মে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা ও বিদ্বেষ ছড়ানো ঠেকাতে যথেষ্ট উদ্যোগ নেয়নি। ওই বছর জাতিসংঘ এক অভিযোগে বলে, ফেসবুক অনলাইনে ঘৃণা ছড়ানোর ইস্যুতে প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে ধীর ও অকার্যকর ছিল।

সূত্র বিবিসি

সারাবাংলা/আইই

টপ নিউজ ফেসবুক রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর