প্রয়োজনে মুরাদ হাসানকেও ডাকতে পারেন ডিসি হারুন
৭ ডিসেম্বর ২০২১ ১৪:৪৯ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ১৭:২০
ঢাকা: সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে গোয়েন্দা কার্যালয়ে ডাকা হতে পারে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী পদ থেকে মুরাদের পদত্যাগ
ডিসি হারুন বলেন,‘ গত রাতে চিত্রনায়ক ইমন ডিবি কার্যালয়ে আসেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার মোবাইল থেকে এই অডিও ফাঁস হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে তাকেও গোয়েন্দা কার্যালয়ে ডাকা হবে। প্রয়োজনে চিত্রনায়িকা মাহিয়া মাহিকেও ডাকা হতে পারে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা।’
গত ১ ডিসেম্বর এক ফেসবুক লাইভে ডা. মুরাদ হাসান অসৌজন্যমূলক বক্তব্য দেন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে। যা সমালোচনার ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিবাদ জানায় সাধারণ জনগণ, বিভিন্ন সংগঠন এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও।
এরপরপরই চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার কথোপকথনের অডিও ফাঁস হয়। যা তৈরি করে নতুন বিতর্ক।
এর আগে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালেও নানান সময়ে বেফাঁস মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছিলেন ডা. মুরাদ হাসান।
আরও পড়ুন: একজন মন্ত্রীর সঙ্গে তো অশালীনভাবে কথা বলতে পারি না
সারাবাংলা/ইউজে/এমও