সব বিভাগে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
৭ ডিসেম্বর ২০২১ ১৪:২৬ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২১ ১৪:২৭
ঢাকা: পর্যায়ক্রমে সবগুলো বিভাগে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে খাস বা পতিত জমি ব্যবহার করার নির্দেশনা জানিয়ে তিনি বলেছেন, ‘যুব সমাজ যেন ক্রীড়ার সঙ্গে যুক্ত হয়, জঙ্গিবাদ বা খারাপ কোনো দিকে না যায়।’
মঙ্গলবার (৭ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। এসময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজের মান ঠিক রাখা এবং এতে যে টাকা খরচ হয় তা সঠিক কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী জানান, নদী ড্রেজিং সংক্রান্ত প্রকল্পে যেহেতু পানিসম্পদ মন্ত্রণালয় ও নৌ-পরিবহন মন্ত্রণালয় যুক্ত থাকে। তাই এক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয় সমন্বয় করবে। তাছাড়া ড্রেজিং কার্যক্রমে সাবধানতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, ‘হাওর এলাকায় এলিভেটেড রাস্তা তৈরি করতে হবে। যাতে শীতকালে ধান চাষ করা যায় এবং বর্ষাকালে পানি চলাচল করতে পাবে।’ একইসঙ্গে বর্ষাকালে সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহার করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনের নাম মেঘনা ও ফরিদপুর সিটি করপোরেশনের নাম পদ্মা নদীর নামে করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী সংশোধিত প্রকল্পের ক্ষেত্রে এর কারণ ও নতুন কাজ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার কথা বলেছেন।’
অন্যদিকে, মডেল মসজিদগুলো ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রকল্প বাস্তবায়ন দেরি শুধু বাংলাদেশে নয়, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডেও হয়। আমার পরিচিত একজন সুইজারল্যান্ডে থাকেন। তিনি আমাকে জানিয়েছেন, দুই বছরের রাস্তার কাজ ৪ বছরেও শেষ হচ্ছে না।’
সারাবাংলা/জেজে/এমও
একনেক ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠান