Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুরাদের কুরুচিপূর্ণ কথাবার্তার অডিও-ভিডিও সরানোর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২১ ১২:৫৬ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ১৭:২০

ফাইল ছবি

ঢাকা: তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সব অশ্লীল ও কুরুচিপূর্ণ কথাবার্তার অডিও-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৭ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ভিডিও-অডিও সরাতে এই নির্দেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন মুরাদ হাসানের অশ্লীল-কুরুচিপূর্ণ ফোনালাপ অডিও-ভিডিও কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশনা চাইলে আদালত মৌখিক এই আদেশ দেন।
মুরাদ হাসানের বিষয়টি হাইকোর্ট বেঞ্চের নজরে এনে আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘মাই লর্ড, আমি কারও বিরুদ্ধে আসিনি। আমি এসেছি মুরাদ হাসানের ওই অশ্লীল ও কুরুচিপূর্ণ কথাবার্তার অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশনা চাইতে। কারণ, তার ওই কথাবার্তার এত অশ্লীল যে কোনো শিশু যদি তা শুনে তাহলে তাদের মনে বিরূপ প্রভাব পড়বে এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে গেলে তা হবে সবার জন্য বিব্রতকর।
এরপর আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারকে বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলে ওই অডিও-ভিডিওগুলো সরানোর পদক্ষেপ নিতে বলেন।  এ বিষয়ে আগামীকাল (৮ ডিসেম্বর) আদালতকে অগ্রগতি জানানোর নির্দেশও দেন।
সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে মন্তব্যের জন্য সম্প্রতি মুরাদ হাসানের পদত্যাগের দাবি তোলে বিএনপি। এ নিয়ে আলোচনার মধ্যেই একটি ফোন আলাপের অডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। যেখানে দেশের একজন অভিনেত্রীর সঙ্গে মুরাদ হাসানের অশালীন ভাষায় কথা বলতে এবং তাকে হুমকি দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
এরপর সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

টপ নিউজ ডা. মুরাদ ডা. মুরাদ হাসান মুরাদ হাসান হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর