Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকাতির প্রস্তুতিকালে ৯ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২১ ১২:৩১

কক্সবাজার: উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ছয়টি দা ও তিনটি ডাকাতির সরঞ্জামসহ নয়জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা।

সোমবার (৬ ডিসেম্বর) রাত দুইটায় উপজেলার পালংখালী ইউপির বালুখালী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ৯ এর সি/১১ ব্লকে অবস্থিত মক্তবের সামনে থেকে এসব উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- একই ক্যাম্পের মো. সলিমের ছেলে মোহাম্মদ শফিক (২২), আ. শুক্কুরের ছেলে নুর মোস্তফা (২২), মতিউর রহমানের ছেলে মুহাম্মদ মিয়া (৩৮), ক্যাম্প ২৫ এর আ. শুক্কুরের ছেলে হেদায়েত উল্লাহ (২২), ক্যাম্প ১৫ এর মৃত মো. সফির ছেলে সফিউল আলম (৩৮), মৃত সোনা আলীর ছেলে আবুল কালাম (২৪), ক্যাম্প ১১ এর মৃত কাছিমের ছেলে জাফর আলম (৪৭), মোজাহের মিয়ার ছেলে জাহিদ উল্লাহ (২৪) এবং ক্যাম্প ১৮ এর মুসলিমের ছেলে শফিউল্লাহ (৩৩)। এরা সকলেই এপিবিএনের তালিকাভুক্ত রোহিঙ্গা সন্ত্রাসী।

এ বিষয়ে ৮ এপিবিএনের অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, রাত্রীকালীন নিরাপত্তার দায়িত্ব পালন করার সময় এপিবিএন সদস্যরা খবর পায় একদল রোহিঙ্গা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যে ক্যাম্প ৯ এর সি / ১১ এর মক্তবের সামনের গেলে দেখতে পায় ফাঁকা জায়গায় অজ্ঞাতনামা ৩০/৩৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল অবস্থান করছে। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা দৌড়ে পালানোর সময় নয়জনকে গ্রেফতার করা হয়। এছাড়া সশস্ত্র ডাকাত দলের প্রায় ২৫/২৬ জন সদস্য অন্ধকারে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উখিয়া থানায় সোপার্দ করা হয়েছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর