দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব
সারাবাংলা ডেস্ক
৭ ডিসেম্বর ২০২১ ১১:১৮ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২১ ১৩:৪৪
৭ ডিসেম্বর ২০২১ ১১:১৮ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২১ ১৩:৪৪
ঢাকা: দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শ্রিংলা ঢাকা সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে শুরুতে বৈঠক করবেন। এরপর পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করবেন। এদিন বিকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করবেন।
সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার সূচী রয়েছে।
এছাড়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে অংশ নিতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফরের কথা রয়েছে। ভারতের রাষ্ট্রপতি হিসেবে এটি হবে তার প্রথম বাংলাদেশ সফর।
সারাবাংলা/এসএসএ