মোনাশ কলেজের স্টাডি সেন্টার বাতিলে হাইকোর্টের রুল
৬ ডিসেম্বর ২০২১ ১৭:২৫ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২১ ২২:৩২
ঢাকা: আইন বহির্ভূতভাবে দেশে স্থাপিত হওয়া মোনাশ কলেজের স্টাডি সেন্টারের অনুমোদন কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাদের ইউজিসির দেওয়া অনুমোদন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও এডুকো বাংলাদেশ লিমিটেডের (এসটিএস গ্রুপ) প্রধান নির্বাহীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অনিক আর হক। তার সঙ্গে ছিলেন রিটকারী আইনজীবী মনজুর নাহিদ।
এর আগে গত ২১ নভেম্বর মোনাশ কলেজের স্টাডি সেন্টার স্থাপনের সিদ্ধান্ত বাতিল চেয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর নাহিদ একটি নোটিশ পাঠান। সেই নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
সারাবাংলা/কেআইএফ/টিআর