‘বিকৃত মানসিকতার মন্ত্রীকে অপসারণ করতে হবে’
৬ ডিসেম্বর ২০২১ ২১:০৮ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২১ ২২:০৭
ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. মুরাদ হাসানের অপসারণ চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। সোমবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি জানান।
ইমতিয়াজ আলম বলেন, ‘নারী বিদ্বেষী, বর্ণবাদী, বিকৃত যৌন রুচির তথ্য প্রতমিন্ত্রী ডা. মুরাদ অডিও আলাপে যেভাবে অশ্লীল কথা বার্তা বলেছেন, তাতে তিনি ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তাকে এখনই অপসারণ করে মায়ের জাতির মান-সম্মান, ইজ্জত আব্রুর হেফাজত করা সরকারের নৈতিক দায়িত্ব। মুরাদের বক্তব্য অত্যন্ত অশালীন, অশ্রাব্য ও কুরুচিপূর্ণ, যা নারী বিদ্বেষী, বর্ণবাদী, বিকৃতরুচি সম্পন্ন ও যৌন হয়রানিমূলক। এসব মন্তব্য থেকে বোঝা যায়, ভীষণ বিকৃত মানসিকতার অধিকারী এই সংসদ সদস্য।’
তিনি বলেন, ‘নারী বিদ্বেষী বক্তব্যের জন্য এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টাকে জেলে যেতে হলেও ডা. মুরাদকে এখনো কেন আইনের আওতায় আনা হচ্ছে না? এতে করে জনমনে প্রশ্ন জাগা স্বাভাবিক, তাহলে কি ডা. মুরাদ রাষ্ট্র ও সরকারের প্রশ্রয়েই এ ধরনের মন্তব্য করছেন, বক্তব্য-বিবৃতি দিয়ে চলেছেন?’
জনগণের এসব সন্দেহ-সংশয় নিরসনে অবলিম্বে ডা. মুরাদের মন্ত্রীত্ব ও সংসদ সদস্য পদসহ সব ধরনের সাংবিধানিক পদ থেকে অপসারণ করা উচিত— বলেন মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।
সারাবাংলা/এজেড/টিআর
ইসলামী আন্দোলন বাংলাদেশ ডা. মুরাদ ডা. মুরাদ হাসান তথ্য প্রতিমন্ত্রী পদত্যাগ দাবি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম