৯ দাবিতে শহিদ মিনারে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন
৬ ডিসেম্বর ২০২১ ২২:২১ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২১ ১১:১৯
ঢাবি: নৌ পরিবহনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, সারা দেশে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করাসহ ৯ দফা দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেছে একদল শিক্ষার্থী।
সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনারে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা প্রতিবাদী গান গেয়ে বিক্ষোভ করেন।
শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাবেন তারা। এ ছাড়া কঠোর কর্মসূচির অংশ হিসেবে অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচি থেকে তারা ঘোষণা দেন— আগামী শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের নিয়ে সমাবেশ করবেন তারা। পাশাপাশি সর্বমোট নয়দফা দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
১. বেপরোয়া গতিতে গাড়ি চালানো ড্রাইভারকে ফাঁসি দিতে হবে এবং এই বিধান সংবিধানে সংযোজন করতে হবে।
২. নৌপরিবহন মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৩. ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবেন না।
৪. বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।
৫. শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভারব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা নিতে হবে।
৬. প্রত্যেক সড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিডব্রেকার দিতে হবে।
৭. সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে।
৮. শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে থামিয়ে তাদের নিতে হবে।
৯. শুধু ঢাকা নয়, সারাদেশের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে।
উত্থাপিত ৯ দফা দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির অংশ হিসেবে অনশন করার হুঁশিয়ারি দিয়ে নিরাপদ সড়ক আন্দোলনের সংগঠক ইনজামুল হক রামিম বলেন, ‘৯ দফা বাস্তবায়ন না করলে আমরা প্রয়োজনে অনশনে যেতে বাধ্য হবো। আজকে বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে আমাদের শিক্ষার্থী বন্ধুরা ঢাকায় রামপুরা, বরিশাল ও চট্টগ্রামে আন্দোলন করেছে। বৈরি আবহাওয়ায় আমরা মোমবাতি জ্বালাতে পারি, কিন্তু সরকার সিদ্ধান্ত নিতে পারে না।’
সারাবাংলা/আরআইআর/এমও