গোলাপগঞ্জের পৌর মেয়র বরখাস্ত
৬ ডিসেম্বর ২০২১ ২১:৩২ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২১ ১১:০৯
সিলেট: স্থানীয় সরকারমন্ত্রীসহ মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আমিনুল ইসলাম রাবেল ছুটি নিয়ে বিদেশে গিয়ে বাংলাদেশ সরকার ও স্থানীয় সরকার বিভাগের বিরুদ্ধে হানিকর ও রাষ্ট্রের জন্য হানিকর বক্তব্য দিয়েছেন। এমন অপরাধমূলক কার্যক্রম পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।
গত ২৫ নভেম্বর লন্ডনে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট সোসাইটির এক অনুষ্ঠানে যোগ দেন মেয়র আমিনুল ইসলাম রাবেল। তিনি বলেন, ‘আমরা প্রবাসী থাকায় বাংলাদেশিদের মতো মনমানসিকতা নয়। এ কারণে কাজ করতে পেরেছি।’
ওই অনুষ্ঠানেই তিনি আরও বলেন, ‘ওবায়দুল কাদের সাহেবকে গিয়ে বলেছিলাম, আমি একজন প্রবাসী। নির্বাচন করব। কিন্তু তিনি দেননি। বলে দিয়েছিলেন, প্রবাসে যাও। আমি তখন চ্যালেঞ্জ করে বলেছিলাম, আপনারা যে প্রার্থীই দেন, আমি পাস করব। আপনার বাংলাদেশি প্রার্থী পাস করতে পারবে না। আসলে আমাদের বাংলাদেশিদের চরিত্র এখনো ঠিক হয়নি।’
দুর্নীতির প্রসঙ্গেও কথা বলেন রাবেল। তিনি বলেন, ‘আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের তো ফান্ডিং আনতে হয়। আমরা মন্ত্রণালয়ে যাই। সচিবালয়ে সচিবদের সঙ্গে মিটিং করি, এলজিইডি মিনিস্টারের সঙ্গে মিটিং করি। তাদের কাছ থেকেই আমাদের ফান্ড আনতে হয়। ওখানে বিরাট একটা পার্সেন্টেজ দিয়ে আনতে হয়। আপনি ১০০ কোটি টাকার ফান্ড আনবেন, ৫ পার্সেন্ট আগেই দিয়ে আসতে হয়। এটাই বাস্তবতা।’
এর আগে, ২০১৮ সালে এই পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন ও ২০২০ সালের নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে অংশ নিয়ে জয় পান আমিনুল ইসলাম রাবেল। ওই সময় তিনি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় তাকে দল থেকেও বহিষ্কার করা হয়। এবারে মেয়র পদ থেকেও বরখাস্ত হলেন তিনি।
সারাবাংলা/টিআর