‘তথ্য প্রতিমন্ত্রী নিঃশর্ত ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা’
৬ ডিসেম্বর ২০২১ ২০:০২ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২১ ২০:৫৬
ঢাকা: বিএনপি চেয়ারপারস খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান তালুকদার যে মন্তব্য করেছেন, তা অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। তিনি জানিয়েছেন, নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা না করলে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় সমিতির সম্পাদক বলেন, নারী বিদ্বেষী, বর্ণবাদী, বিকৃত ও যৌন হয়রানিমূলক বক্তব্য দেওয়ায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান তালুকদারের শপথভঙ্গ হয়েছে।
রুহুল কুদ্দুস কাজল বলেন, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী তৃতীয় তফসিলে বর্ণিত ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সবার প্রতি আইন-অনুযায়ী যথাবিহীত আচরণের সাংবিধানিক শপথ প্রতিমন্ত্রী নিয়েছেন। নানা মন্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সেই শপথভঙ্গ করে চলেছেন। জাতি হিসেবে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রতিমন্ত্রীর মতো একটি দায়িত্বশীল পদে থেকে তার এসব অযাচিত মন্তব্য জাতি হিসেবে আমাদের কলঙ্কিত করেছে।
তিনি বলেন, মুরাদ হাসান বিভিন্ন ব্যক্তি, বিশেষ করে তার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে লাগামহীনভাবে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেই চলেছেন। তার এ ধরনের বক্তব্য দেশের নাগরিকের জন্য বিশেষ করে নারীর প্রতি বিদ্বেষমূলক চরম অবমাননাকর।
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সহসভাপতি জালাল উদ্দিন, সহসম্পাদক মাহমুদ হাসান, কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ, পারভীন কায়সার মুন্নী ও রেদোয়ান আহমেদ রানজিব উপস্থিত ছিলেন।
সারাবাংলা/কেআইএফ/টিআর
ডা. মুরাদ হাসান তথ্য প্রতিমন্ত্রী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি