Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কপিরাইট মামলায় বাংলালিংকের সিইও’সহ ৪ জনের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২১ ১৭:১৫

ঢাকা: টেলিকম অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট ভাঙার অভিযোগে দায়ের হওয়া দু’টি মামলায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অ্যাসসহ চারজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার তারিখ ধার্য ছিল। এদিন অন্তবর্তীকালীন জামিনে থাকা বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অ্যাস, প্রধান কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, প্রধান করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস অনিক ধর আদালতে হাজির হন।

বিজ্ঞাপন

এসময় তারা আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন স্থায়ী করার আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিদের স্থায়ী জামিনের আদেশ দেন। আগামী ৫ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৩০ তারিখ আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। আজ পর্যন্ত তাদের জামিন দেন। এদিন তারা আদালতে এসে জামিন স্থায়ী করার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন, ‘জেমস এবং মাইলসের পক্ষ থেকে ১০ কোটি টাকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এ নিয়ে দুই পক্ষ বৈঠকেও বসবেন। তাদের আপসের কথাবার্তা চলছে।’

গত ১০ নভেম্বর বাংলালিংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে কপিরাইট আইনে জেমস ও মাইলস ব্যান্ডের মান্নাম আহমেদ ও হামিন আহমেদ পৃথক দু’টি মামলা দায়ের করেন।

মামলার দু’টির অভিযোগে বলা হয়, তাদের লেখা ও সুর করা ’নীলা’ ও ’ফিরিয়ে দাও’ গান দু’টি আসামিরা তাদের বাংলালিংক অনুমতি ছাড়াই ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আয় করে আসছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে জেমসও তার গাওয়া ’দুখিনি দুঃখ করোনা’, ‘জিকির’, ‘লুটপাট’, ‘সুম্মিতা’, ও ‘যার যার ধর্ম’ গান সম্পর্কেও একই অভিযোগ করেন।

সারাবাংলা/এআই/এমও

কপিরাইট জামিন বাংলালিংকের সিইও