মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ, শনাক্তের হার
৬ ডিসেম্বর ২০২১ ১৬:৫২ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২১ ২২:২৯
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন চার জন। আগের দিনের তুলনায় এ সংখ্যা দুই জন কম। তবে একই সময়ে দেশে করোনাভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২৭৭ জনের শরীরে, যা আগের দিনের চেয়ে ৮০ জন বেশি।
এদিকে, নতুন সংক্রমণের পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হারও বেড়েছে। আগের দিন এই হার ছিল ১ দশমিক শূন্য ৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ১ দশমিক ৪৪ শতাংশ।
রোববার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনায় সংক্রমণ-মৃত্যুর এসব তথ্য জানানো হয়েছে।
নমুনা সংগ্রহ ও পরীক্ষা
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৪৮টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৪০টি।
এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৯ হাজার ২২১টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ২৩৭টি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ১০ লাখ ৮৪৩টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৮ লাখ ২২ হাজার ৭টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩১ লাখ ৭৮ হাজার ৮৩৬টি।
২৪ ঘণ্টায় বেড়েছে সংক্রমণ, শনাক্তের হার
আগের দিন দেশে ১৯৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ২৭৭ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জনের শরীরে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক শূন্য ৩ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩৪ শতাংশ।
সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে
গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ২২৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২৬ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৪২ হাজার ৬০০ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।
মৃত দু’জন নারী, দু’জন পুরুষ
গত ২৪ ঘণ্টায় যে চার জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে দু’জন নারী, দু’জন পুরুষ। তাদের তিন জন বেসরকারি হাসপাতালে এবং এক জন সরকারি হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট মারা গেলেন ২৮ হাজার ৫ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
বয়সভিত্তিক মৃত্যুর সংখ্যা
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে যে চার জন মারা গেছেন তাদের বয়স ৪১ বছর থেকে ৭০ বছরের মধ্যে। এর মধ্যে ৪১ থেকে ৫০ বছর বয়সী এক জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী দু’জন ও ৬১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন এক জন।
মৃত্যু ৩ বিভাগে
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় মৃত চার জনের মধ্যে ঢাকা বিভাগের দু’জন এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের এক জন করে। বাকি পাঁচ বিভাগ— চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই।
সারাবাংলা/টিআর