Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোনাশ কলেজের স্টাডি সেন্টারের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২১ ১৯:৫৪

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: দেশে স্থাপিত হওয়া মোনাশ কলেজের স্টাডি সেন্টারের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর নাহিদের পক্ষে আইনজীবী অনিক আর হক এ রিট দায়ের করেন।

শিক্ষা মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও এডুকো বাংলাদেশ লিমিটেডের (এসটিএস গ্রুপ) প্রধান নির্বাহীকে রিটে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে দেশের অভ্যন্তরে মোনাশ কলেজের ক্যাম্পাস স্থাপনের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। একইসঙ্গে কলেজটির স্টাডি সেন্টারের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ২১ নভেম্বর মোনাশ কলেজের স্ট্যাডি সেন্টার স্থাপনের সিদ্ধান্ত বাতিল চেয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর নাহিদ একটি নোটিশ পাঠান। সেই নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

সারাবাংলা/কেআইএফ

মোনাশ কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর