Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেল রোহিঙ্গা আসামি

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২১ ১৯:৪৪ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২১ ২১:৩৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম আদালতে পুলিশের হেফাজত থেকে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। ওই আসামি মায়ানমারের নাগরিক এবং কক্সবাজারের একটি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে চট্টগ্রাম মহানগর আদালতের সাধারণ নিবন্ধন শাখায় কোতোয়ালী থানা পুলিশের হেফাজত থেকে ওই আসামি পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া আবুল কালাম (২৫) কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদাপাড়া রোহিঙ্গা শরণার্থী পুরাতন রেজিস্ট্রার ক্যাম্পের বাসিন্দা। রোববার ভোরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার কদমতলী এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম তাকে গ্রেফতার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ন কবির খোন্দকার সারাবাংলাকে বলেন, ‘ভোর ৬টার দিকে আমরা তাকে গ্রেফতার করি। তার কাছে এক হাজার ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। সকাল ১১টার দিকে গোয়েন্দা কার্যালয়ে উপ-পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান বাদি হয়ে তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। একইসঙ্গে আমরা গ্রেফতার আসামিকেও কোতোয়ালি থানায় হস্তান্তর করি।’

এদিকে রোববার বিকেল তিনটার দিকে আসামি আবুল কালামকে কোতোয়ালী থানা থেকে আদালতে হাজিরের জন্য নেওয়া হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কামরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘বিকেল তিনটার দিকে মাদক মামলার আসামি আবুল কালামসহ সাতজনকে কোতোয়ালী থানা থেকে আদালতের জিআরও শাখায় আনা হয়। দু’জন কনস্টেবল তাদের নিয়ে আসেন। আবুল কালামের হ্যান্ডকাফ ছিল না বলে জানতে পেরেছি। আসামি আদালতে হাজিরের জন্য জিআরও শাখায় হস্তান্তরের সময় কিছু দাফতরিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সেই প্রক্রিয়ার মধ্যেই পুলিশের হেফাজত থেকে আবুল কালাম পালিয়ে যায়। পরে তাকে আদালত এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয় যায়নি।’

বিজ্ঞাপন

জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন সারাবাংলাকে বলেন, ‘পুলিশের হেফাজত থেকে কৌশলে আসামি পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/আরডি/এসএসএ

রোহিঙ্গা আসামি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর