Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহকর্মীকে খুন: দম্পতির দোষ স্বীকার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২১ ১৯:৩৫

ঢাকা: রাজধানীর গুলশানের নিকেতনে গৃহকর্মী পারভীন ওরফে ফেন্সি আরাকে (৩০) খুনের অভিযোগের মামলায় গৃহকর্তা সৈয়দ জসীমুল হক এবং গৃহকর্ত্রী সৈয়দ সামিনা হাসান আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রোববার (৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম সৈয়দ জসীমুল হকের এবং আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী সামিনা হাসানের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম তুরাগ থানায় দায়ের করা মামলায় দুই আসামিকে আদালতে হাজির করেন। আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

জানা যায়, পারভীন গুলশানের নিকেতনে একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। গৃহকর্তার সঙ্গে অনৈতিক সম্পর্ক আছে, এমন সন্দেহে তাকে হত্যা করেন গৃহকর্ত্রী। পরে তার লাশ গুম করতে তুরাগের ঝাউবন এলাকায় ফেলা হয়।

এ ঘটনায় নিকেতন থেকে শনিবার গৃহকর্তা সৈয়দ জসীমুল হক (৬৩) ও গৃহকর্ত্রী সৈয়দা সামিনা হাসানকে (৬০) গ্রেফতার করা হয়।

ওই ঘটনায় খুনের ঘটনায় তার স্বামী মোমিনুল ইসলাম তুরাগ থানায় মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/এসএসএ

গৃহকর্মী খুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর