Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদের দানবাক্স থেকে টাকা চুরি!

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২১ ১৮:৩৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ঐতিহ্যবাহী একটি মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৪ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে সুপরিচিত বুড়া মসজিদে এ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।

জানা গেছে, দানবাক্সটি মসজিদের প্রবেশমুখে ছিল। ভোরে আযান দিতে গিয়ে মুয়াজ্জিন মোহাম্মদ ইয়াকুব দানবাক্সের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। সিসি ক্যামেরায় দেখা যায়, রাত পৌনে তিনটার দিকে টুপিতে মুখ ও মাথা ঢেকে এক ব্যক্তি মসজিদের কাছে যান। পরে তালা ভেঙে দানবাক্স থেকে তাকে টাকা ব্যাগে ভরতে দেখা যায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম সারাবাংলাকে বলেন, ‘দানবাক্স থেকে টাকা চুরির অভিযোগ পেয়েছি। তবে কী পরিমাণ টাকা সেটা এখনও জানাতে পারেনি। সম্ভবত ওই মসজিদের দানবাক্সের টাকা বছরে এক বার বের করা। আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি।’

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি আব্দুল করিম জানান।

সারাবাংলা/আরডি/পিটিএম

অভিযোগ টাকা চুরি মসজিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর