Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েট শিক্ষকের মৃত্যুর ঘটনা দুঃখজনক: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২১ ১৬:১৩ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২১ ১৮:১৬

ফাইল ছবি

ঢাকা: খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক কুয়েটে শিক্ষকের মৃত্যুর ঘটনা দুঃখজনক উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তদন্তে সত্যটা বেরিয়ে আসুক। তার আগেই যেভাবে ঘটনাটি অনেক বিচার করছেন তা অযৌক্তিক।

রোববার (৫ ডিসেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে বহু ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সরকার যথেষ্ট মানবিক। অথচ বিএনপি একটা ধন্যবাদ পর্যন্ত দেয়নি বরং উল্টো বিষোদগার করছে। তারা বেফাঁস কথাবার্তা বলছে। সরকারও চায় খালেদা জিয়া সুস্থ হোক। বিএনপি তো মাঠ গরম করা ছাড়া আর কিছু করতে পারে না। তাও করছে রাজনৈতিক দুরভিসন্ধি হাসিল করতে।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের সহানুভূতি রয়েছে। কিন্তু রাস্তা আটকে রেখে এ সব করা ঠিক হবে না।’

শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক কর্মী ঢুকে গেছে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তারা যেন কারও মদদে বিচ্যুত না হয়।’

গত মঙ্গলবার কুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রাধ্যক্ষ সেলিম হোসেন (৩৮) ক্যাম্পাসের পাশের ভাড়া বাসায় মারা যান।

অভিযোগ উঠেছে, ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর মানসিক নিপীড়নের কারণে তার মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বলছে, এটি হত্যাকাণ্ড। অধ্যাপক সেলিমের পরিবারও এটিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে।

মঙ্গলবার বাসায় ফেরার পথে ছাত্রলীগের নেতা-কর্মীরা অধ্যাপক সেলিমকে বিভাগে তার কক্ষে নিয়ে যান। সেখানে তার ওপর মানসিক নিপীড়ন চালানো হয়। এরপর বাসায় এলে বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/একে

কুয়েট খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) টপ নিউজ শিক্ষকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর