ভারতে সেনা অভিযানে ১৩ বেসামরিক নাগরিক নিহত
৫ ডিসেম্বর ২০২১ ১৪:৩৫ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২১ ১৭:৪৫
ভারতের নাগাল্যান্ডের প্রদেশে সেনবাহিনীর এক অভিযানে ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ সময় এক সেনা সদস্যও নিহত হয়েছে বলে জানা গেছে। রাজ্য সরকার কর্তৃক গঠিত কমিটি এ ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর এনডিটিভি।
রোববার (৫ ডিসেম্বর) দেশটির নাগাল্যান্ড প্রদেশের মিয়ানমার সীমান্তবর্তী মোন জেলার ওটিং গ্রামে এই ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্র জানায়, বিদ্রোহ বিরোধী অভিযানের জন্য অবস্থান নেয় সেনাবাহিনীর একটি দল। বিদ্রোহীদের সম্ভাব্য গতিবিধি সম্পর্কে একটি গোপন তথ্যের ভিত্তিতে ওটিং গ্রামের কাছে ওই অতর্কিত হামলা চালায় সেনাবাহিনীর সদস্যরা।
সূত্র আরও জানায়, তবে সেনা সদস্যরা সড়কের একটি গাড়িতে গুলি চালায়। সেই গাড়িটি গ্রামবাসীদের নিয়ে যাচ্ছিল বলে। এরপরই বিক্ষুব্ধ স্থানীয়রা নিরাপত্তা বাহিনীকে ঘেরাও করে। এ সময় ‘আত্মরক্ষায়’ জনতাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই অন্তত সাত গ্রামবাসী আহত হয়। নিরাপত্তা বাহিনীর তিনটি গাড়িতেও আগুন দেওয়া হয়।
এ ঘটনার পর এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ‘বিশ্বাসযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করার পরিকল্পনা করা হয়েছিল। তবে এ ঘটনায় সৃষ্ট পরিস্থিতির কারণে ভারতের সেনাবাহিনী গভীরভাবে অনুতপ্ত। একইসঙ্গে অনাকাঙ্ক্ষিত প্রাণহানির কারণটি সর্বোচ্চ পর্যায়ে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় সেনাবাহিনীর অনেক সদস্য গুরুতর আহত হয়েছেন। আর একজন সেনা সদস্য মারা গেছেন বলে ওই বিবৃতিতে আরও বলা হয়।
এই প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও। এক টুইটে সবাইকে শান্ত থাকার আবেদন জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় একটি উচ্চ-স্তরের বিশেষ কমিটি গঠন করা হবে। যারা এটির তদন্ত করবে এবং দেশের আইন অনুযায়ী ন্যায়বিচার প্রদান করবে।
এ ঘটনায় শোক প্রকাশ করে এক টুইট বার্তায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘নাগাল্যান্ডের দুর্ভাগ্যজনক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। রাজ্য সরকার গঠিত একটি উচ্চ-স্তরের এসআইটি এই ঘটনার তদন্ত করবে। শোকাহত পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।’
সারাবাংলা/এনএস
১৩ বেসামরিক নাগরিক নিহত টপ নিউজ নাগাল্যান্ড ভারত সেনা অভিযান