Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্বৃত্তের কবলে ফজরের নামাজ পড়া হলো না ১৫ তাবলীগ সদস্যের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২১ ১১:১৮ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২১ ১৩:২৩

পটুয়াখালী: মহিপুরে তাবলীগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বত্তরা। রোববার (৫ ডিসেম্বর) ভোররাতে মহিপুর সদর ইউনিয়নের ইসুফপুর গ্রামের ফরাজী বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে।

এদের মধ্যে গুরুতর অসুস্থ ৮ জনকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঢাকা থেকে তাবলীগ জামাতের ১৫ সদস্য ওই মসজিদে ওঠেন। রাতের খাওয়া দাওয়া শেষে তারা কেউ আর ফজরের নামাজ পড়তে উঠতে পারেননি। তাদের ধারণা, দুর্বৃত্তরা রাতের খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে তাদের সর্বস্ব লুটে নিয়েছে। আজ সকাল নয়টা পর্যন্ত এখনও আটজনের জ্ঞান ফেরেনি।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এএম

১৫ তাবলীগ সদস্য পটুয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর