Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়েতে নারীদের সম্মতির অধিকার দিল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক
৪ ডিসেম্বর ২০২১ ২৩:০২

নতুন এক ডিক্রিতে মেয়েরা কারও সম্পত্তি নয় বলে মন্তব্য করেছে আফগানিস্তানের তালেবান সরকার। পাশাপাশি বিয়েতে মেয়েদের সম্মতি লাগবে বলেও ঘোষণা দিয়েছে তারা।

শুক্রবার (৩ ডিসেম্বর) জারি করা এক ডিক্রিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

বিয়েতে নারীর সম্মতির অধিকার দিলেও শিক্ষা বা বাড়ির বাইরে কাজ করার নিষেধাজ্ঞা সম্পর্কে কিছুই জানানো হয়নি।

১৫ আগস্ট কট্টর ইসলামপন্থি এই গ্রুপ দেশটির ক্ষমতা গ্রহণের পর থেকে নারী অধিকারবিরোধী অবস্থান নেওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মধ্যে রয়েছে। বন্ধ করে দিয়েছে সাহায্য তহবিল।

পরিপত্র জারির সময় তালেবান মুখপাত্র জাবিহিল্লাহ মুহাজিদ বলেন, ‘একজন নারী কোনো সম্পত্তি নয়, একজন মহৎ এবং স্বাধীন মানুষ; কেউ তাকে শান্তির বিনিময়ে…বা শত্রুতা শেষ করার জন্য বিনিময় করতে পারে না।’

এতে নারীদের জন্য বিয়ে এবং সম্পত্তির অধিকারের বিষয়টি তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে, মেয়েদের বিয়েতে বাধ্য করা উচিত নয় এবং বিধবাদের স্বামীর সম্পত্তির অংশ দিতে হবে।

সিদ্ধান্ত গ্রহণের সময় এ বিষয়গুলো মাথায় রাখার জন্য আদালতের প্রতিও পরামর্শ দেওয়া হয়েছে। ধর্ম বিষয়ক ও তথ্য মন্ত্রণালয় এই অধিকারগুলো সম্পর্কে প্রচারণা চালাবে বলেও জানানো হয়েছে।

তবে এই পরিপত্রে নারীদের শিক্ষার, ঘরে ও বাইরে কাজ করার অধিকার বা অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্তি বিষয়ে কিছু বলে নি, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান উদ্বেগের বিষয়।

তালেবানরা ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আগের শাসনামলে নারীদের কোনো পুরুষ আত্মীয়ের সঙ্গ ছাড়া এবং পুরো মুখ ও মাথা না ঢেকে ঘর থেকে বের হওয়া এবং মেয়েদের শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করেছিল।

বিজ্ঞাপন

এবার ক্ষমতা দখলের পর তালেবানরা বলছে যে, তারা বদলে গেছে কিছু কিছু প্রদেশে মেয়েদের জন্য উচ্চ বিদ্যালয় খোলার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু অসংখ্য নারী এবং অধিকারকর্মীরা এখনও তাদের সন্দেহের চোখেই দেখছে।

আন্তর্জাতিক সম্প্রদায়গুলো কেন্দ্রীয় ব্যাংকের তহবিল এবং উন্নয়ন ব্যয়ে বিলিয়ন বিলিয়ন ডলার হিমায়িত করেছে। এগুলো পুনরায় চালু করার জন্য অর্থাৎ আফগানিস্তানের সঙ্গে ভবিষ্যতে যেকোন কর্মকাণ্ডের ক্ষেত্রে নারী অধিকার রক্ষাকে প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেছে তারা। এসব নিষেধাজ্ঞার কারণে নগদ প্রবাহ শুকিয়ে যাওয়ায় ব্যাংকিং তারল্য সংকটে ভুগছে আফগানিস্তান। তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে অর্থনৈতিক পতনের ঝুঁকির সম্মুখীন তারা। অনেক প্রদেশেই তুমুল খাদ্যসংকটে ভুগছে দেশটির নাগরিকরা। অনেকের সন্দেহ অর্থনৈতিক পতনের ঝুঁকি সামলাতেই বিয়েতে মেয়েদের সম্মতির অধিকার দিল তালেবানরা।

সারাবাংলা/আরএফ/একেএম

আফগানিস্তান তালেবান নারীদের বিয়ে সম্মতির অধিকার