Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে শ্রীলংকান নাগরিককে পুড়িয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
৪ ডিসেম্বর ২০২১ ২১:০৮ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২১ ১১:০৫

ছবি: সংগৃহীত

ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাকিস্তানে এক শ্রীলংকান নাগরিককে পিঠিয়ে ও পরে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে একদল জনতা। শ্রীলংকান ওই ব্যক্তি পাকিস্তানের এক গার্মেন্টস কারখানার শীর্ষ নির্বাহী পদে চাকরি করতেন। শুক্রবার (৩ নভেম্বর) কট্টরপন্থি একটি ইসলামিক সংগটনের নেতৃত্বে ওই কারখানায় হামলা চালায় উন্মত্ত জনতা।

লাহোর পুলিশের এক কর্মকর্তা বার্তাসংস্থা পিটিআই’কে জানিয়েছেন, শ্রীলংকান ওই ব্যক্তির নাম প্রিয়ন্তা কুমার। তার বয়স আনুমানিক ৪০ বছর। তিনি পাকিস্তানের শিয়ালকোটের একটি গার্মেন্টস কারখানায় ম্যানেজার পদে চাকরি করতেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রিয়ন্তা কুমার কট্টরপন্থি ইসলামিক সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের একটি পোস্টার ছিঁড়ে ফেলেছিলেন বলে অভিযোগ উঠে। তিনি পোস্টারটি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ করেছ টিএলপি কর্মীরা। ওই পোস্টারে কোরআনের আয়াত লেখা ছিল।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, প্রিয়ন্তা কুমারের কারখানার দেওয়ালে ওই পোস্টার লাগানো ছিল। প্রিয়ন্তা পোস্টারটি ছেঁড়ার সময় কারখানার এক কর্মী দেখে টিএলপি কর্মীদের খবর দেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনা ছড়িয়ে পড়ার পর শত শত মানুষ কারখানার সামনে জড়ো হতে থাকে। জড়ো হওয়া জনতার মধ্যে বেশিরভাগই টিএলপি কর্মী ছিলেন। প্রিয়ন্তা কুমারের বিরুদ্ধে তারা ধর্ম অবমাননার অভিযোগ তুলেন।

পুলিশ কর্মকর্তা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, উন্মত্ত জনতা কারখানায় প্রবেশ করে প্রিয়ন্তা কুমারকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে। তাকে নির্যাতন করা হয়। প্রচুর মারধরে জখম হলে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

টিএলপি তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান ধর্ম অবমাননা পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর