Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারের পুরাতন ঝিনুক মার্কেট অবৈধ দখলের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২১ ২০:৫২

কক্সবাজার: কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঐতিহ্যবাহী পুরাতন ঝিনুক মার্কেট উচ্ছেদ ও অবৈধ জবরদখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ‘ঝিনুক দোকান মালিক সমিতি’।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে শহরের হলিডের মোড় এলাকায় ঝিনুক মার্কেট চত্বরে ব্যবসায়ী সমিতির সভাপতি পুলিন দত্তের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন। তিনি বলেন, ‘কোনোপ্রকার ভূমি অধিগ্রহণ না করে উচ্ছেদ প্রক্রিয়া আইন বহির্ভূত। এটি উচ্ছেদ না করতে স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত। এরপরও একটি মহল ঐতিহ্যবাহী মার্কেট দখলের পাঁয়তারা করছে।’

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীরা। এসময় উপস্থিত ছিলেন- সমিতির সাধারণ সম্পাদক আবু তালেব, আব্দুস সালামসহ সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এমও

অবৈধ দখল কক্সবাজার ঝিনুক মার্কেট